মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনেকটা একযোগে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণের ঘটনা ঘটে পুরো লেবাননজুড়ে। আজ ফের দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ছোট এই যন্ত্র ব্যবহার করে থাকে বলে জানা যায়।

বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯ জন ও আজ ৩ জনসহ মোট ১২ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার ৮০০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। যদিও ইসরায়েলি কর্মকর্তারা এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *