oplus_0

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী। সমাবেশের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, চা বাগানের বিভিন্ন নেতা ও শ্রমিক প্রতিনিধিরা।

চা শ্রমিকরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হলো চা শ্রমিকের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা করা, রেশন, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধি, বন্ধ ও রুগ্ন চা বাগানের লিজ বাতিল করে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করা এবং মালিকপক্ষের দালাল নেতৃত্ব অপসারণ করে শ্রমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের মানুষ হিসেবে বিবেচনা না করে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তারা বলেন, বৃটিশ শাসনের সময় চা শ্রমিকদের দাসপ্রথার অধীনে রাখা হয়েছিল এবং আজও সেই দাসত্বের পরিস্থিতি থেকে তারা মুক্তি পায়নি। বর্তমানেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭৮ টাকা ৫০ পয়সা, যা মোটেই যথেষ্ট নয়। তারা দাবি করেন, ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ করা হোক এবং অন্যান্য মৌলিক অধিকার প্রদান করা হোক।

বক্তারা বলেন, চা শ্রমিকরা স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পরেও ন্যায্য মজুরি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। চা শ্রমিকদের নেতৃত্বের দুর্বলতার কারণে মালিকপক্ষ মাত্র ৮ টাকা ৫০ পয়সা মজুরি বৃদ্ধি করে তাদের সাথে তামাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *