ক্রীড়া ডেস্ক: ফুটবলার কে এম মাকসুদুল আলম বুলবুলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ফুটবলার বুলবুলকে চিকিৎসা সহায়তা করে ‘আমরা বিএনপি পরিবার’।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে কে এম মাকসুদুল আলম বুলবুলের হাতে এ অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা নাজমুল হাসান, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুসতাকিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বাশার প্রমুখ।
কে এম মাকসুদুল আলম বুলবুল বগুড়া জেলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল আন্ডার -১৯, ২৩ দলে খেলেছেন।