মাদারীপুর প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক ভারতে দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’’

মহাসমাবেশে আল্লামা মামুনুল হক দাবি করেন, ‘‘আওয়ামী লীগ রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল দিতো এবং দিনে বেলায় ওঝা হয়ে ঝাড়তো। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো।’’ তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ এখন নেই।’’

আল্লামা মামুনুল হক আসন্ন দুর্গা পুজার সময় মুসলমানদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, ‘‘আমরা চাই না কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে পারে।’’ তিনি দাবি করেন, ‘‘এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে।’’

তিনি ভারত সরকারের সমালোচনা করে বলেন, ‘‘গত ১৫ বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি। এই দেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছেন।’’

মহাসমাবেশে হাবিব আহমাদ, মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাওলানা মেজবাউল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *