মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্রী স্বর্ণা দাস (১৩) এবং ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমার হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের মূল প্রতিপাদ্য ছিল ‘ফেলানি থেকে জয়ন্ত ও স্বর্ণা দাস, আর দেখতে চাইনা সীমান্তে লাশ’। শিক্ষার্থীরা, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী নেতারা—আরিফ হুসাইন, মোহাম্মদ ফারহান, তানভীর ফাহিম, ছাঈদ আহমেদ ছাদী, সাইফ আল সাব্বির, আখলাতু রহমান মারজান, মোজাহিদ ইমন, আসিফ আহমেদ, হাসিবোজ্জামান সোহাগ, মোসা: ফাইজা এবং শাহেদুল ইসলাম। বক্তারা বলেন, “ফেলানি, স্বর্ণা, জয়ন্ত—এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে গুলি করে হত্যার এই ধারাবাহিকতা বন্ধ করতে সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
বক্তারা আরও জানান, “স্বর্ণা দাস এবং জয়ন্ত কুমারের হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্ত হত্যার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বিএসএফের এমন আচরণ মেনে নেওয়া যায় না। সরকারের প্রতি আমাদের দাবি, সীমান্তে এমন হত্যাকাণ্ডের অবসান ঘটাতে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।”
মানববন্ধনের মাধ্যমে স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীরা তাঁদের প্রতিবাদের ভাষা জানিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিবাদকারীরা বিএসএফের নির্যাতন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করেন।
এছাড়া, মানববন্ধনে অংশগ্রহণকারীরা সীমান্তে বিএসএফ কর্তৃক সাধারণ মানুষের বিরুদ্ধে চালানো নৃশংসতা বন্ধের জন্য দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তাঁরা দাবি করেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে সীমান্ত হত্যার অবসান ঘটানোর জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত বক্তারা আবারও সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতি দেন এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।