oplus_0

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই এলাকার মাইজপাড়া গ্রামের প্রখ্যাত কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগের সত্যতা মেলেনি। উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউনিয়ন নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে একটি টিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল কবির বসতবাড়ি পরিদর্শন করেন। তারা জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, ভাংচুর ও লুটপাট করেছেন। এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রশাসন চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

পরিদর্শনের সময় ইউএনও জানান, বাড়ির কোনো অংশে ভাংচুর বা লুটপাটের চিহ্ন পাওয়া যায়নি। একটি পুরানো ভাঙ্গা খাট এবং কিছু বই ছাড়া ঘরে অন্য কোনো ক্ষতির আলামত মেলেনি। তিনি বলেন, “আমরা কবির ঘরটি আমাদের নিয়ন্ত্রণে রেখেছি অনেক আগেই। ঘরের চাবিটা আমাদের কাছে গচ্ছিত রয়েছে।”

অভিযুক্ত সোহেল হাওলাদার আত্মগোপন করেছেন এবং তার ভাই ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার অভিযোগ করেন যে, কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমার ভাই সোহেল কেবল ওএমএসের চাল বিতরণ করার জন্য ঘরের বারান্দায় কিছু চাল রেখেছিলেন। আমরা শুনে নিষেধ করেছি এবং চাল সরিয়ে নেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের কারণে এই অপপ্রচার করা হয়েছে।”

প্রতিবেশী আবিদা সুলতানা, ছালমা বেগম ও সাইদুর রহমান হাওলাদার জানান, কবির বসতবাড়ি জমি নিয়ে বিরোধ চলছে। তাদের দাবি, এই জমি সংক্রান্ত বিরোধের কারণে সোহেল হাওলাদারকে জড়িয়ে অপপ্রচার করা হয়েছে।

ডাসার থানার ওসি সফিকুল ইসলাম জানান, সংবাদ প্রচারের পর মুল ঘটনা জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *