বরিশাল প্রতিনিধি: বরিশালে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছেন অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হলেও এসব যানবাহন নিয়মিতভাবে চলাচল করছে। এর ফলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। আজও এক বাস শ্রমিক থ্রি হুইলারের ধাক্কায় আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদ হিসেবে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেছেন।
শ্রমিকদের দাবি, থ্রি হুইলারের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানিয়েছেন, শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে, যাতে করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
এদিকে, শ্রমিকদের কর্মবিরতির কারণে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেক যাত্রী বাস না পেয়ে বিপাকে পড়েছেন এবং বিকল্প যানবাহনের খোঁজে ভিড় করছেন। প্রশাসন ও বাস মালিকপক্ষ দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
শ্রমিকদের কর্মবিরতির কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের পরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।