বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। একইভাবে, বন্দর থানার পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রি, কাউনিয়া থানার পরিদর্শক আসাদুজ্জামান এবং বিমানবন্দর থানার পরিদর্শক হোসেনকেও সিআইডি এবং পিবিআইতে বদলি করা হয়েছে। নতুন বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও পদবি এখনও জানানো হয়নি।
এছাড়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সম্প্রতি বদলি হয়েছেন এবং নতুন পুলিশ কমিশনার শীঘ্রই যোগদান করবেন। কমিশনারের যোগদানের পর, নতুন ওসিদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের কর্মকর্তারা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণ বদলি প্রক্রিয়া শুরু হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই বদলি প্রক্রিয়া সেই সংস্কারের একটি অংশ বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।