সিলেট প্রতিনিধি: চলতি অর্থবছরের আগস্ট মাসে বাংলাদেশে প্রাপ্ত প্রবাসী রেমিট্যান্সের পরিসংখ্যান অনুযায়ী সিলেট বিভাগ তৃতীয় স্থানে রয়েছে। আগস্টে দেশের মোট ২২১ কোটি ৫৯ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যার মধ্যে সিলেট বিভাগে এসেছে ২০ কোটি ৮ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে, যা ১০৭ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৬০ কোটি ৭৭ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সিলেটের পরবর্তীতে রয়েছে খুলনা বিভাগ, যেখানে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
মাদারীপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল এবং রংপুর বিভাগের মধ্যে, সিলেট বিভাগের অবস্থান তৃতীয় হলেও, রংপুর বিভাগ সবচেয়ে কম রেমিট্যান্স পেয়েছে, মাত্র ৩ কোটি ৮৬ লাখ ডলার। এদিকে, প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা কোটা আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে দায়ী করেছেন। আন্দোলনের কারণে জুলাই মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কম আয় পাঠিয়েছিলেন, তবে আগস্টে এই প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
প্রবাসী আয়ে শীর্ষ পাঁচ জেলা হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী। ঢাকা জেলায় ৭১ কোটি ৩৩ লাখ ডলার, চট্টগ্রাম জেলায় ১৮ কোটি ৭৮ লাখ ডলার, কুমিল্লা জেলা ১০ কোটি ৩৫ লাখ ডলার, নোয়াখালী জেলা ১০ কোটি ২৫ লাখ ডলার প্রাপ্তি ঘটেছে।
অন্যদিকে, লালমনিরহাট, রাঙামাটি, জয়পুরহাট, পঞ্চগড় এবং খাগড়াছড়ি এই পাঁচ জেলা প্রবাসী আয় প্রাপ্তিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে। লালমনিরহাটে সবচেয়ে কম, মাত্র ১৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।