ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গত সোমবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বার ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. দবির হোসেন। তিনি তাঁর বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান সরকার ঝিনাইদহে আইন কর্মকর্তাদের নিয়োগে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি এই নিয়োগ প্রক্রিয়ায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্বচ্ছতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি করেন।
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমান বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে ঝিনাইদহে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগের চক্রান্ত করা হচ্ছে। যদি হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়িত হয়, তাহলে আদালত চত্বরে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।”
বিক্ষোভকারীরা আইন কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং আইন মন্ত্রণালয়কে নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী এ্যাড. কাজী আলাউল হক আলো, এ্যাড. শামছুজ্জামান লকি, এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড. মোকাররম হোসেন টুলু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. এস এম রিয়াজুল ইসলাম ও এ্যাড. মাকসুদ আহমেদ রাজীব। তাঁরা সকলেই অবিলম্বে স্বচ্ছতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়ে সরকারকে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।