চট্টগ্রাম: পটিয়ায় অভিনব কায়দায় এক স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশ বাদী হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) এ মামলা করেন।
আসামিরা হলেন- মোহাম্মদ মামুন, মো. মনির ও অজ্ঞাতপরিচয়ের দুইজন।
গত ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ফারুকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।