নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজং বিগত মাসের আইন-শৃঙ্খলা প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন এবং বলেন, এবছর পুজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বরিশালের বিভিন্ন সমস্যা নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর নির্দেশ দেন। তিনি ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ করতে বাজার মনিটরিং আরও দৃশ্যমান করার পরামর্শ দেন।

জেলা প্রশাসক আরো বলেন, যাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ ছিল। যারা জমা দেয়নি তাদের অস্ত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা অভিযোগ করেন যে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগে বাধ্য করছে। জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে পদত্যাগে বাধ্য করা যাবে না এবং অভিযোগগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও আলোচনা হয়। সভায় সেনাবাহিনীর কমান্ডার মেজর মোহাম্মদ রাশেদ খান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *